Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
রোহিঙ্গা ইস্যুতে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের মানববন্ধন  লক্ষ্মীপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ  বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী  শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষক সমিতির মানবন্ধন  লক্ষ্মীপুরে ৪ কোটি ৬৫ লক্ষ টাকার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল 

শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষক সমিতির মানবন্ধন

বরগুনা জেলার বেতাগী উপজেলার পূর্ব করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে এবং মূল আসামিসহ সকল আসামিকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্প্রতি উপজেলা পরিষদের সামনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে স্মারকলিপি, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্মারকলিপি প্রদান পূর্বে মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভানেত্রী শাহিদা আক্তার এর সভাপতিত্বে এহেন ঘৃণ্য ও জঘন্য কর্মকান্ডের প্রতিবাদে এসময় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ, সহকারী শিক্ষা অফিসার মদন গোপাল চক্রবর্তী, আবদুল মোতালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন, প্রধান শিক্ষক লুৎফুল্লাহিল আমিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিপন। বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ থেকে বক্তব্য রাখেন শিক্ষক মিজানুর রহমান শেলী, সাইফুল আলম, আহছান উল্যাহ, শিবু ভৌমিক, একরামুল হক, নুরুজ্জামান, ফরিদ আহমেদ সঞ্চালনা করেন শিক্ষক কামরুজ্জামান জাফর।
প্রতিবাদ সমাবেশ শেষে স্কুল শিক্ষিকাকে গণধর্ষণের মূল আসামিসহ সকল আসামির অবিলম্বে গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এবং শিক্ষকদের পূর্ণ নিরাপত্তা বিধানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার জমিরুল ইসলামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট বরগুণা জেলার বেতাগী উপজেলার পূর্ব করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে (তার স্বামীকে শ্রেণিকক্ষে আঁক রেখে) গণধর্ষণ করা হয়।
-এএইচএম মান্নান মুন্না