Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
রোহিঙ্গা ইস্যুতে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের মানববন্ধন  লক্ষ্মীপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ  বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী  শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষক সমিতির মানবন্ধন  লক্ষ্মীপুরে ৪ কোটি ৬৫ লক্ষ টাকার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল 

বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী

লক্ষ্মীপর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ছাত্র উন্নয়ন পরিষদের সদস্যদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
৩ সেপ্টেম্বর সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের আয়োজনে সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. নুরুল হুদা পাটওয়ারী।
সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মিঠু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজনেস কাউন্সিল সংযুক্ত আরব আমিরাত সহ-সভাপতি সিএম আবদুল্লাহ, লক্ষ্মীপুর সোনাপুর সমিতির সভাপতি মোঃ মনির হোসেন, তফুরা খাতুন জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ওমর ফারুক, সদর থানা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার শামছুদ্দিন পাটওয়ারী, নন্দিগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী কচি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজাদ হোসেন, পার্বতীনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মাস্টার, লক্ষ্মীপুর সোনাপুর সমিতির সহ-সভাপতি বাহার আলম, আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মিজান পাটুয়ারী, সমাজসেবক সেলিম ভূঁইয়া, যুবলীগ নেতা এড. রেজাউল করিম রাজু পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি ও প্রশাসনিক উপদেষ্টা সুমন পাটওয়ারী ও মনির হোসেন সুমন। এছাড়াও অনুষ্ঠানে সংস্থাটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সোনাপুর গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ২২গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, ব্যস্ততার কারণে মানুষ দূরদূরান্তে অবস্থান করলেও সুযোগ পেলে শিকড়ের টানে ফিরে আসেন নিজ গাঁয়ে। এই সময়টুকুতে গ্রামের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা দরকার। সকলে মিলে কাজ করলে মানুষের আরো উন্নতি হবে। লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি সমাজ উন্নয়নে কাজ করছে।