Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
রোহিঙ্গা ইস্যুতে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের মানববন্ধন  লক্ষ্মীপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ  বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী  শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষক সমিতির মানবন্ধন  লক্ষ্মীপুরে ৪ কোটি ৬৫ লক্ষ টাকার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল 

লক্ষ্মীপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ

বর্তমান সরকারের সাফল্য অর্জন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ, ব্র্যান্ডিং ভিশন ২০২১, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (এসডিজি), সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহি সানি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ভুলু, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ভূঁইয়া, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা, ডেইলি অবজারভার পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম খান, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি এবিএম সেলিম রেজা প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশাসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- জঙ্গিবাদ উন্নয়নের অন্তরায়, এজন্য জঙ্গিদের প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। পরিবারের কেউ যেন জঙ্গি কার্যক্রমে জড়িয়ে না পড়ে, সেজন্য নারীসহ সকলকে সজাগ থাকতে হবে। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর আলোচনা করা হয়।