Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
রোহিঙ্গা ইস্যুতে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের মানববন্ধন  লক্ষ্মীপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ  বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী  শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষক সমিতির মানবন্ধন  লক্ষ্মীপুরে ৪ কোটি ৬৫ লক্ষ টাকার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল 

হযরত দেওয়ান শাহ উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার রামচন্দ্রপুরে হযরত দেওয়ান শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হযরত দেওয়ান শাহ উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন। ৮ জানুয়ারি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে হযরত দেওয়ান শাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম আলাউদ্দিনের হাত ধরেই উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের রাজস্বাক্ষী হয়ে রইল চন্দ্রগঞ্জের মাটি ও মানুষের আপনজন এম আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম (ভিপি জহির), হযরত দেওয়ান শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ছালেহা বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আব্দুল মজিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ও হাজী নুরুল্যা মাষ্টার প্রমুখ।