Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে। জন্মবার্ষিকীর শুরুতে রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় বঙ্গবন্ধু চত্তর ও মুজিব কর্ণার এবং বসুরহাটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন উদ্ভোধন করা হয়। সকাল ১০টায় পৌর মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা হয়। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরআন খতম, হামদ-নাত, কেরাত ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এসকল সর্মসূচিতে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী অফিসার ফয়সল আহাম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সেলিম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের নেতৃবৃন্দ। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলায় বছরব্যাপী সরকারি-বেসরকারি সায়ত্বসাশিত দপ্তরে ও শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব জন্ম শতবর্ষের নানা অনুষ্ঠান আয়োজন করবে।