লক্ষ্মীপুরে শেখ হাসিনার জম্মবার্ষীকীতে বিশেষ দোয়া

লক্ষ্মীপুরে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মবার্ষিকী উপলক্ষে কোরানখানি, বিশেষ দোয়া ও দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসায় খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আমরা ক’জন মুজিবসেনা সংগঠনের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা আয়োজনের অংশ হিসেব ২৮ সেপ্টেম্বর সকালে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন আহমদসহ সাবেক ছাত্রলীগ নেতারা। দোয়া অনুষ্ঠানে রাষ্ট্র পরিচালনায় জননেত্রীর গতীশীল নেতৃত্ব অব্যাহত রাখতে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ ৭১ ও ৭৫ এর সকল শহীদদের জন্য মোনাজাত করা হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের ১৫টি গুরুত্বপূর্ণ মসজিদে দোয়ার আয়োজন করা হয়।