স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর ইন্তেকাল

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত কয়েকদিন যাবৎ রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
শফিউল বারী বাবুর বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে। পরিবারের এক সদস্য শফিউল বারী বাবুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।