লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি, সকলের হাত সুরক্ষিত থাক এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ১৫ অক্টোবর জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিধি মেনে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ নাহিদ রায়হান প্রমুখ।
এসময় জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।