লক্ষ্মীপুরে টিফিনের টাকায় গাছের চারা বিতরণ
সারা দেশে এক লাখ গাছের চারা বিতরণ করছে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ও রায়পুর উপজেলায় গাছের চারা বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে রায়পুর থানা চত্তরে গাছের চারা রোপণ ও পথচারীদের মধ্যে বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, লাকসাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, অর্থ সম্পাদক নিয়াজ আহমেদ তাসফিন প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, এর আগে গত ৫ জুলাই থেকে ৪৩টি জেলায় ভ্রাম্যমাণ ৮১ হাজার ৭০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেয়া হচ্ছে। তিনি জানান, প্রতি বছরের মতো এবছরও ১ লাখ চারা বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।