Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
লক্ষ্মীপুরে মডেল থানা পুলিশের আলোচনা সভা ও আনন্দ উদযাপন  লক্ষ্মীপুরে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলের সংবাদ সম্মেলন  লক্ষ্মীপুর মডেল থানায় ওসি (তদন্ত) শিপন বড়ুয়ার যোগদান  ঘর মেরামতে ঢেউটিন উপহার পেলেন লক্ষ্মীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জসিম  রায়পুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুবুল আলম মিন্টু ও সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত 

লক্ষ্মীপুরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে লক্ষ্মীপুরে মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহযোগিতা করে।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলুর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার।

এর আগে দিনব্যাপী কর্মশালায় মানবাধিকার ধারণা, মূলনীতি, মানবাধিকারের কাঠামো (জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে), মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, মানবাধিকার অনুসন্ধানী প্রতিবেদন লেখার কলা-কৌশল, মানবাধিকার প্রতিবেদন প্রণয়ন বিষয়ে উপস্থাপনা করা হয়।

এতে প্রধান আলোচক ছিলেন বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। প্রশিক্ষক ছিলেন আমাদের নতুন সময়ের সিনিয়র সাব এডিটর শাহনাজ পলি, ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন।

কর্মশালা শেষে অংশ নেয়া সব সাংবাদিকদের বিএমএসএফ’র পক্ষ থেকে সনদপত্র তুলে দেন অতিথিরা।