Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
সরকারের সচিব হলেন লক্ষ্মীপুরের সুসন্তান মোঃ হাবিবুর রহমান  অতিরিক্ত আইজিপি হলেন লক্ষ্মীপুরের কৃতী সন্তান মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী  লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত  সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই -মোহাম্মদ মাসুম, ইউএনও, লক্ষ্মীপুর সদর উপজেলা  ফেনী জেলা পরিষদ শিশু পার্ক থেকে বিমুখ স্থানীয়রা 

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় স্থানীয় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহারকে আহবায়ক ও চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিককে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, চরজগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও মার্টিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ একেএম জায়েদ বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন, মোঃ লকিয়ত উল্লাহ পাটোয়ারী, মোঃ আবু জাকের, ওমর ফারুক দোলন, মোঃ ইকবাল হোসেন, মোঃ নুরুল আলম, মোঃ আবদুস শহিদ, আবুল কালাম আজাদ, মোঃ ইসমাইল হোসেন, আবদুল ওয়াদুদ প্রমুখ।