কারাগারে মাদকের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে -লক্ষ্মীপুরে কারা মহাপরিদর্শক
বাংলাদেশ কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন বলেছেন, আমাদের কারাগারে কোনো ধরনের মাদক যেন ঢুকতে না পারে, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা সব জায়গায় এটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন আরো বলেন, লক্ষ্মীপুর জেলা কারাগারে আগে মাদক প্রবেশের যে একটা সুবিধা ছিল, সেটি এখন অনকটাই নিয়ন্ত্রিত। এক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা কীভাবে নেয়া যায় সেটি আমরা চিন্তা করছি। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে লক্ষ্মীপুর জেলা কারাগারকে আরও আধুনিকায়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কারা উপ-মহাপরিদর্শক একেএম ফজলুল হক, সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের, জেলার সাখাওয়াত হোসেন, ডেপুটি জেলার তোফায়েল আহমদ খান, ডেপুটি জেলার মোঃ জাকির হাসান রিয়াল প্রমুখ।
এরআগে সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে কারা-মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুনকে কারারক্ষীরা গার্ড অব অনার প্রদান করেন। পরে কারারক্ষীদের ব্যারাক এবং কয়েদীদের আবাসিক ভবন পরিদর্শন করার পাশাপাশি কারাগারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। এরপর তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।