লক্ষ্মীপুরে আলোকিত সামাজিক সংস্থার শীতবস্ত্র পেল অসহায় নারী-পুরুষ

লক্ষ্মীপুরে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত সামাজিক সংস্থা এর উদ্যোগে অসহায় ৫০জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি সকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম চাঁদখালী আল্ হেরা জামে মসজিদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর সহিদ, উপকূল প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, চন্ডিপুর মনষা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা আবুল বাশার, যুবলীগ নেতা আব্বাস, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মোঃ মিরাজ পাটোয়ারী, উপ-কমিটির উপদেষ্টা আরফিন হাওলাদার, মোঃ কামরুল ইসলাম, সদস্য তাহসান মামুদ রাব্বী, সবিজ, শান্ত, ইমন, শাকিব, শাহরুক খাঁন, রিপন, ফয়সাল, ফিরোজ, রুবেল, রাজু ও ফমনসহ প্রমুখ।
এ সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের অসহায় মানুষের সন্ধান করে তাদের পাশে দাঁড়ানো। পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের খুঁজে বের করে শিক্ষা জীবনে ফিরিয়ে আনা।