ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
ঢাকাস্থ
লক্ষ্মীপুর জেলা সমিতির উদ্যোগে
২৬ জুন ধানমন্ডী ম্যারিয়ট
সেন্টারে ইফতার ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান
আয়োজন করে জেলা সমিতির
নতুন কার্যনির্বাহী কমিটি। জেলা
সমিতির সভাপতি ফরিদ আহমেদ
ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবল
বৃষ্টি ও বৈরি আবহাওয়া
উপেক্ষা করে নাড়ির টানে
ঢাকা-প্রবাসী লক্ষ্মীপুর জেলার প্রায় ৭শ’
লোক মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে
লক্ষ্মীপুর জেলা সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের পরিচয়
করিয়ে দেয়া হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত
করা হয়। দোয়া
মাহফিলের পর ইফতার বিতরণের
মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
প্রবাসী
লক্ষ্মীপুরবাসীদের মধ্যে জেলার বেশ
ক’জন কৃতী সন্তান
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। তাদের
অন্যতম হলেনÑ সাবেক সচিব
রেজা-ই-রাব্বী, শিল্পী
রামেন্দু মজুমদার, সাবেক ছাত্রনেতা ও
এমপি খালেদ মোহাম্মদ আলী,
শাহজাহান কামাল এমপি, আবদুল
আউয়াল এমপি, আবদুল্লাহ আল
মামুন এমপি, সাবেক এমপি
খায়রুল এনাম, এডভোকেট সফিক
মাহমুদ পিন্টু, এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।