Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
লক্ষ্মীপুরে মডেল থানা পুলিশের আলোচনা সভা ও আনন্দ উদযাপন  লক্ষ্মীপুরে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলের সংবাদ সম্মেলন  লক্ষ্মীপুর মডেল থানায় ওসি (তদন্ত) শিপন বড়ুয়ার যোগদান  ঘর মেরামতে ঢেউটিন উপহার পেলেন লক্ষ্মীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জসিম  রায়পুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুবুল আলম মিন্টু ও সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত 

লক্ষ্মীপুরের লক্ষ্মীকন্যা তারিনের ‘আহারে কি মায়ায়’

বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী ও মডেল, লক্ষ্মীপুরের কন্যা তারিন। অভিনয়ের পাশাপাশি নাচেও রয়েছে তাঁর বিশেষ খ্যাতি। নিয়মিত অভিনয় করলেও নাচে ছিলেন অনিয়মিত। এ নিয়ে ভক্তদেরও রয়েছে আক্ষেপ। সেই আক্ষেপ এবার শেষ হতে চলল। সম্প্রতি ‘আহারে কি মায়ায়’ অনুষ্ঠানে একক নৃত্য করলেন তারিন। আগামী ঈদ উল আযহা উপলক্ষে বিশেষ আয়োজনে নাটকের বাইরে এই নাচের অনুষ্ঠান দিয়েই বিশেষ চমক দিতে আসছেন এ জনপ্রিয় অভিনেত্রী। এ প্রসঙ্গে তারিন বলেন, আমার কাছে নাচ বরাবরই অন্যরকম ভালো লাগার বিষয়। অভিনয়ের মতোই এটা আমার রক্তে মিশে আছে। অনেকদিন ধরে নানা কারণে নাচটা করা হয়ে উঠছিল না। এবার চমৎকার নাচ নিয়ে এই অনুষ্ঠানটি করতে পেরেছি, বিষয়টি ভাবতেই ভালো লাগছে। তবে এজন্য বেশ খাটতেও হয়েছে আমাকে। বেশ কয়েকদিন এ অনুষ্ঠানের জন্য রিহার্সেল করতে হয়েছে। আশা করছি, দর্শকরা অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন। অনুষ্ঠানে তারিন আধুনিক, লোক গান, কন্টেমপোরারি, ইজিপসিয়াম, ময়ূর নাচসহ বেশ কয়েকটি নাচ করেছেন। নাচগুলো পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। শাহীদ শরীফের প্রযোজনায় ‘আহারে কি মায়ায়’ অনুষ্ঠানটি আরটিভি’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বলে জানা গেছে।