Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

রায়পুর প্রেসক্লাবের নির্বাচন মিন্টু সভাপতি, দুলাল সম্পাদক

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের ২০১৭ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মোঃ মাহবুবুল আলম মিন্টু (দিনকাল) ও সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন দুলাল ভূঁইয়া (আমাদের সময়) এবং সাংগঠনিক সম্পাদক পদে সুকান্ত মজুমদার (আমাদের অর্থনীতি) নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি শহরের গাজী শপিং কমপ্লেক্সস্থ কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০ সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়াও দু’টি সহ-সভাপতি পদে মিজানুর রহমান মোল্লা (জনতা), এম এ করিম সাজু (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহজাহান মাসুদ (আজকালের খবর), অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (সংগ্রাম), সদস্য পদে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ), মোঃ মোস্তফা কামাল (খবরপত্র), মোঃ কামাল উদ্দিন (নয়া দিগন্ত), মিজানুর রহমান মঞ্জু (খবর) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শংকর মজুমদার (ভোরের কাগজ), নির্বাচন কমিশনার হিসেবে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ) ও তাবারক হোসেন আজাদ (যুগান্তর) দায়িত্ব পালন করেন।
-জাহাঙ্গীর লিটন