Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
লক্ষ্মীপুরে মডেল থানা পুলিশের আলোচনা সভা ও আনন্দ উদযাপন  লক্ষ্মীপুরে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলের সংবাদ সম্মেলন  লক্ষ্মীপুর মডেল থানায় ওসি (তদন্ত) শিপন বড়ুয়ার যোগদান  ঘর মেরামতে ঢেউটিন উপহার পেলেন লক্ষ্মীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জসিম  রায়পুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুবুল আলম মিন্টু ও সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত 

চলে গেলেন নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাকায়েত উল্যাহ সাকু

অশ্রুসিক্ত বিদায় নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাকু কমিশনারকে। শত শত মানুষের শ্রদ্ধা ভালোবাসা আর চোখের জলে বিদায় জানানো হয়েছে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের তিনবারের সফল কাউন্সিলর, নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাকায়েত উল্যাহ সাকুকে।
নোয়াখালীর কোর্ট মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজায় অংশগ্রহণ করেন শত শত মানুষ। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান দীর্ঘদিনের বন্ধু নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু। তিনি বলেন, ভাবতে পারিনি এতো তাড়াতাড়ি তাঁকে হারাবো। ও সব সময় মানুষের জন্য করে গেছে, নিজের জন্য কিছুই করেনি। দলমত নির্বিশেষে সে সবার কাছে সমান জনপ্রিয় ছিল। আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করে এই দোয়া করি।
এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, বাসাস’র কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অপর্ণ করে নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশন, নোয়াখালী পৌরসভা, খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তাসহ অনেকেই। জানাজা শেষে মরহুমকে তাঁদের পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।