Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

লক্ষীপুরে দীর্ঘদিনের বদ্ধ খাল সচল করলেন পৌর মেয়র, কথা রাখলেন মেয়র মাসুম ভূইঁয়া

নির্বাচনী ওয়াদা অনুযায়ী দীর্ঘদিনের বদ্ধ খাল ও ড্রেন সচল করতে মাঠে নেমেছেন লক্ষীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। ১৫ ফেব্রæয়ারি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ শাখাড়ি পাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে মেয়র বিভিন্ন স্থানে অবৈধ দখলকৃত খালগুলো পরিদর্শন করে দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর উত্তম দত্ত, মহিলা কাউন্সিলর তাছলিমা আক্তার প্রমূখ।

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, লক্ষীপুর পৌরসভার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় বন্দ হয়ে রয়েছে খাল ও ড্রেন। এতে স্বাভাবিক পানি চলাচল বন্দসহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় পৌর বাসিন্দাদের। সমস্যা সমাধানে পরিষ্কার-পরিুছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৫টি ওয়ার্ডেই এ কার্যক্রম অব্যহত থাকবে।

খাল দখল মুক্তকরণের বিষয়ে জানতে চাইলে মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জবাবদিহিতার অভাবে অধিকাংশ স্থানেই সরকারি খালে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে স্রোতের পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হচ্ছে। অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দখলদারদের নোটিশ করা হবে। অন্যথায় জেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। একটি নান্দনিক পৌরসভা গঠনে লক্ষীপুর পৌরকর্তৃপক্ষ বদ্ধপরিকর।