Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

খাদ্যের পর এবার তেল উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে - নোয়াখালীতে কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ২০০৯ সালে সরকার গঠনের সময় আমরা কথা দিয়েছিলাম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ উপহার দেব। আমরা খুশি দেশে আজ দানাদার খাদ্য, শাকসবজি ও ফলমূল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এবার সয়াবিনজাতীয় তেলের উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

১৫ মে দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ও বিএডিসি খামারে সয়াবিন, ভুট্টা ও সূর্যমুখীর মাঠ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন কারণে আমরা তেলের উৎপাদনে পিছিয়ে ছিলাম। এখন আমাদের বিজ্ঞানীরা নতুন নতুন জাত উদ্ভাবন করছেন। উন্নতমানের সার বীজের ফলে এখন দেশে সয়াবিন, ভুট্টা ও সূর্যমুখীর চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। নোয়াখালীর উপকূলে ৪০ হাজার হেক্টর জমির বেশির ভাগই বিভিন্ন তেলজাতীয় পণ্য চাষাবাদ হচ্ছে।

মন্ত্রী বলেন, নোয়াখালীর অনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনতে চেষ্টা করুন। সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা দেয়ার চেষ্টা করা হবে। বর্তমানে আউশ ধানের উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন আমাদের বিজ্ঞানীরা। আপনারা স্বল্প জীবনকাল সম্পন্ন অধিক ফলনশীল এ জাতগুলো রবি ফসল কর্তনের পরপরই আবাদ করবেন। তিনি বলেন, তেলজাতীয় ফসল আবাদে উৎপাদন খরচ কম এবং লাভ বেশি। এ বিষয়ে কৃষিবান্ধব শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বীজ, সার, প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদানসহ সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

মন্ত্রী বলেন, লবণাক্ততা উপক‚লীয় এলাকার একটি অন্যতম সমস্যা। লবণাক্ত জমিতে চাষ উপযোগী জাত উদ্ভাবিত হয়েছে। এসব এলাকায় লাউ, শিম, তরমুজ, সূর্যমুখী, মিষ্টি আলু ও সয়াবিন ফসলের ফলন ভালো হয়।

এ সময় কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম, বিএডিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আমজাত হোসেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরণ, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম, বিএডিসির সুবর্ণচর প্রকল্পের পরিচালক আজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।