কার্যক্রম
লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশনের মাতৃসংগঠন লক্ষ্মীপুর বার্তা পত্রিকা, যা ১৯৮৬ সাল থেকে অঞ্চলভিত্তিক একমাত্র নিয়মিত পত্রিকা হিসেবে প্রকাশিত হয়ে আসছে। এলাকাভিত্তিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন -এ মন্ত্রে উজ্জীবিত হয়ে কেবলমাত্র জনকল্যাণের উদ্দেশ্যে অলাভজনকভাবে সুদীর্ঘ ৩০ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে এ পত্রিকা। বাংলাদেশের আঞ্চলিক পত্রিকাসমূহের মধ্যে প্রথম প্রকাশিত লক্ষ্মীপুর বার্তার অব্যাহত অগ্রযাত্রা বিরল দৃষ্টান্ত হিসেবে অন্যান্য অঞ্চলবাসীর নিকট অনুকরণীয়। তবে লক্ষ্মীপুর জেলার নামে লক্ষ্মীপুর বার্তার প্রকাশনা শুরু হলেও পরবর্তীতে এটি বৃহত্তর নোয়াখালীর তথ্যভিত্তিক মুখপত্রে পরিণত হয়। প্রবাসী লক্ষ্মীপুরবাসীদের একত্রিতকরণে এ পত্রিকার রয়েছে বিরাট ভূমিকা। এমনকি এ অঞ্চলের প্রবাসীদের নিয়ে প্রথম বনভোজনও আয়োজন করে এ পত্রিকা; যার মূল পরিকল্পনা ও দায়িত্বে ছিলেন এডভোকেট রেজাউল করিম নিজাম, জাস্টিস আকরাম হোসেন মঞ্জু, মোঃ শফিকউল্ল্যাহ, ইঞ্জিনিয়ার বেল্লাল, মরহুম এডভোকেট গিয়াসউদ্দিন চৌধুরী প্রমুখ।
পত্রিকা প্রকাশনার পাশাপাশি বিভিন্ন সমাজ গঠনমূলক কর্মসূচি ও মানব সম্পদ উন্নয়নমুখী কার্যক্রমের মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর উন্নয়নে যথার্থ ভূমিকা রাখছে লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশন।
এ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, যাতে স্থান পেয়েছে এতদাঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের ওপর প্রকাশিত নানা পুস্তক, স্যুভেনির, পত্রিকা ও বিভিন্ন প্রকাশনা।
লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের অন্যতম হলো ডাটাবেজ ওয়েব অন গ্রেটার নোয়াখালী। বৃহত্তর নোয়াখালীর সার্বিক তথ্যসমৃদ্ধ এ ওয়েবের মাধ্যমে বিশ্ব পরিসরে স্বতন্ত্র পরিচিতির সুযোগ লাভ করে বৃহত্তর নোয়াখালী। এটি বাংলাদেশের অঞ্চলভিত্তিক প্রথম ওয়েব পোর্টাল হিসেবে সুধীজন সমাদৃত।
ফাউন্ডেশনের লাইব্রেরি ও ডাটাবেজসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করে বিশিষ্ট ব্যক্তিত্বগণ এ ফাউন্ডেশনের কার্যালয়কে বৃহত্তর নোয়াখালীর মিউজিয়াম বলে আখ্যায়িত করে থাকেন।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বৃহত্তর নোয়াখালীব্যাপী হারবাল আন্দোলন, নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষা কার্যক্রম পরিচালনা এ ফাউন্ডেশনের আরেকটি কর্মসূচি। জাতীয় স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে সরকারের স্বাস্থ্য খাতের বাজেট-ব্যয় হ্রাসে এখানে নিয়মিত পরিচালিত হয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প; যার মাধ্যমে বিনামূল্যে ঔষধ সরবরাহ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দরিদ্র, দুর্গত ও অসহায়দের সহায়তা করতে লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশনের রয়েছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। বিভিন্ন দুর্যোগে বিশেষত বন্যা, জলোচ্ছ্বাস (বানান চেক, প্লিজ) কিংবা ঘূর্ণিঝড়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণে সর্বদা দক্ষতা-স্বচ্ছতা ও দ্রুততার পরিচয় দিয়ে থাকে ফাউন্ডেশন কর্মীরা।