বৃহত্তর নোয়াখালীর উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশন। লক্ষ্মীপুর বার্তা’র সুদীর্ঘ ২৮ বছরের কর্মযজ্ঞকে আরো প্রাণচঞ্চল ও সুবিস্তৃত করার মাধ্যমে এতদঞ্চলের উন্নয়নে গতিশীল ও ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ ফাউন্ডেশন www.lakshmipurbarta.net.bd।
লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশন এর আহ্বান
নিজ জন্ম-এলাকাকে ভালোবাসুন, বৃহত্তর নোয়াখালীবাসীদের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসুন। এ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক-সদস্য পদলাভ করে আপনি জন্ম-এলাকার পৃষ্ঠপোষকতায় নিজকে স্থায়ীভাবে সম্পৃক্ত করতে পারেন। নিজ এলাকার কল্যাণে বা জনসেবায় আগ্রহী হলে ল বা ফাউন্ডেশন হতে পারে আপনার সেই স্বপ্ন পূরণের কাক্সিক্ষত প্রতিষ্ঠান। নিম্নোক্ত যে কোনো একটি অথবা সবক’টি উপায়ে আপনি ল বা ফাউন্ডেশনে অংশগ্রহণ করতে পারেন -
১। আপনার এলাকায় বিশেষ কোনো সমাজ সেবামূলক কাজ সম্পাদনে আপনি আগ্রহী হলে ল বা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হতে পারেন। সেক্ষেত্রে আপনি অর্থ ও পরামর্শ প্রদান করবেন এবং এ ফাউন্ডেশন আপনার হয়ে উক্ত কার্য সম্পাদন করবে।
২। ল বা ফাউন্ডেশনের নির্ধারিত কর্মসূচির যেকোনোটি আপনি বাছাই করতে পারেন এবং তা বাস্তবায়নে অর্থ যোগানের মাধ্যমে আপনি এ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হতে পারেন।
৩। ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক-সদস্য পদলাভ করে আপনি এর বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও কর্মসূচি বাস্তবায়নে সম্পৃক্ত হতে পারেন।
ফাউন্ডেশন গঠনতন্ত্রের ৮ (খ) ধারা অনুযায়ী ‘যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এককালীন ন্যূনতম ১০,০০০ টাকা প্রদান করে পৃষ্ঠপোষক-সদস্য হতে পারবেন। তাছাড়া প্রাথমিকভাবে ৫,০০০ টাকা প্রদান করে ১ বছর মেয়াদে অস্থায়ী পৃষ্ঠপোষক হওয়া যাবে এবং উক্ত ১ বছরের মধ্যে বাকি ৫,০০০ টাকা প্রদান সাপেক্ষে পৃষ্ঠপোষক-সদস্য পদলাভ করা যাবে। প্রবাসীদের ক্ষেত্রে উল্লেখিত অনুদানের সাথে সংশ্লিষ্ট দেশে পত্রিকা পৌঁছানোর ডাকমাসুল-ব্যয় সংযোজন করতে হবে। ফাউন্ডেশনের নামে একাউন্ট পেয়ী চেকে অনুদান প্রদেয়।
পৃষ্ঠপোষক সদস্যের ক’জন
প্রফেসর এমেরিটাস
ড. ওয়াহিদুল হক
সাবেক অর্থমন্ত্রী
সৈয়দ বদরুল আলম
চেয়ারম্যান
উইল্স গ্রুপ
প্রফেসর কাজী ফারুকী
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
ঢাকা কমার্স কলেজ
এম্বাসেডর রাশেদ
আহমেদ চৌধুরী
বিশিষ্ট কূটনীতিবিদ
অধ্যাঃ ড.শহীদ উদ্দিন
সাবেক ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়
হারুনুর রশিদ
ক্রীড়া সংগঠক ও
সাবেক সংসদ সদস্য
ডাঃ এ বি এম হারুন
ব্যবস্থাপনা পরিচালক
শমরিতা হসপিটাল লিঃ
হাবিব উল্লাহ
চেয়ারম্যান
মাল্টিমুড গ্রুপ
ড. জামাল উদ্দিন
পার্টনার, হুদাভাসি চৌধুরী এন্ড কোম্পানি
শামসুদ্দিন আহমেদ
সরকারের প্রধান
বীমা নিয়ন্ত্রক (অবঃ)
গোলাম কিবরিয়া
বাংলাদেশ সরকারের
অতিরিক্ত সচিব
এএইচএম নোমান
সেক্রেটারী জেনারেল
র্ডপ
ইয়াসমিন কামাল
সদস্য, পরি. পরিষদ
নর্থ সাউথ ভার্সিটি
বেল্লাল হোসেন ভূঁইয়া
ব্যবস্থাপনা পরিচালক
সোনালী এন্টারপ্রাইজ
ইঞ্জিঃ মোক্তাদির বেলাল
সাবেক প্রকল্প পরিচালক
কর্ণফুলী ৩য় সেতু প্রকল্প
আবুল কালাম আজাদ
প্রেসিডেন্ট,
ইন্টাঃ পাওয়ার ইঞ্জিনিয়ার্স
ব্যারি. মাহবুব উদ্দিন
সম্পাদক, সুপ্রিম কোর্ট
বার এসোসিয়েশন
গোলাম মুস্তাফা,
সাবেক প্রেসিডেন্ট
বায়রা
ডাঃ আবদুল করিম,
জুনিয়র কনসালটেন্ট,
নাক-কান-গলা ইনস্টিটিউট
মোঃ আবু নাসের
সিইও
আলোহা ই-শপ
মোঃ মামুনুর রশিদ
অধ্যক্ষ, রায়পুর রুস্তম
আলী ডিগ্রি কলেজ
নাজমুল হক
প্রোপ্রাইটর
ফারহান ইন্টা.
জাকির হোসেন আজাদ
সদস্য সচিব,
লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমী
মোশাররফ হোসেন
ফাউন্ডার এমডি,
ম্যাকয় কর্পোরেশন
মাহফুজুর রহমান
সহ-সভাপতি
লক্ষ্মীপুর জেলা সমিতি
এ হক মজুমদার
এডভোকেট
সুপ্রীম কোর্ট
এড. সফিক মাহমুদ,
সাবেক সাধারণ সম্পাদক,
লক্ষ্মীপুর জেলা সমিতি
আনোয়ারুল হক
মহাসচিব,
বিটিএন্ডটি কর্মচারী ফেডারেশন
মোঃ জহিরুল ইসলাম
ফাউন্ডার
ট্রেড কর্পোরেশন
সালমা বেগম মুক্তা
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা,
লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল
ডাঃ আসফাকুর রহমান
সভাপতি, বিএমএ,
লক্ষ্মীপুর জেলা শাখা