Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
লক্ষ্মীপুরে মডেল থানা পুলিশের আলোচনা সভা ও আনন্দ উদযাপন  লক্ষ্মীপুরে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলের সংবাদ সম্মেলন  লক্ষ্মীপুর মডেল থানায় ওসি (তদন্ত) শিপন বড়ুয়ার যোগদান  ঘর মেরামতে ঢেউটিন উপহার পেলেন লক্ষ্মীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জসিম  রায়পুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুবুল আলম মিন্টু ও সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত 

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত

৮ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি ঘোষিত ‘যে যেখানে আছেন সেখানে দাঁড়ান’ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে ঢাকায় বসবাসরত নোয়াখালী কেন্দ্রিক বিভিন্ন সামাজিক সংগঠন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে যেসব সংগঠন অংশগ্রহণ করে সেগুলো হলো ‘নোয়াখালী প্রতিদিন’ পাঠক ফোরাম, কবিরহাট উপজেলা সমিতি ঢাকা, ঢাকাস্থ সেনবাগ সাংবাদিক সমিতি, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা সমিতি আওয়ামী ফাউন্ডেশন, ঢাকাস্থ পেশাজীবী পরিষদ, ‘স্বপ্নধারা উন্নয়ন ফোরাম ঢাকা’, ঢাকাস্থ ছাতারপাইয়া ইউনিয়ন ফোরাম প্রভৃতি। মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, কবিরহাট উপজেলা সমিতি ঢাকার সভাপতি মোঃ জামাল উদ্দিন, নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হক নাজিম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি খন্দকার তারেক রায়হান, নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরামের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব সবুজ, বাহার উদ্দিন, কামাল উদ্দিন, ঢাকাস্থ সেনবাগ সাংবাদিক সমিতির সভাপতি গোলাম ছারওয়ার রিপন, সাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন, সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র সমাজের প্রচার সম্পাদক আব্দুর রহিম বিশ্বাস, ঢাকাস্থ পেশাজীবী সমিতির সাধারণ সম্পাদক জহির মাহ্মুদ জহির, আনোয়ার হোসেন ছারওয়ার, ছাতারপাইয়া উন্নয়ন ফোরামের মোঃ গিয়াস উদ্দিন হৃদয়, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান।
-এম জি হৃদয়