Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

পাঠক ফোরাম

বৃহত্তর নোয়াখালীর তথ্যভিত্তিক একমাত্র নিয়মিত পত্রিকা লক্ষ্মীপুর বার্তা, যা সুদীর্ঘ ২২ বছর থেকে প্রকাশিত হয়ে আসছে। বৃহত্তর নোয়াখালীর অতীত ঐতিহ্য অনুসন্ধানের পাশাপাশি বর্তমানের জনজীবনকে শিক্ষা ও সভ্যতায় সজীব করে তোলা এবং সেই সঙ্গে এলাকার সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সেবামূলক কর্মকান্ডে প্রাণ সঞ্চার করা এ পত্রিকার মূল উপজীব্য বিষয়।

সম্মানীয় পাঠক ও শুভার্থীদের অনুরোধে ও উদ্যোগে লক্ষ্মীপুর বার্তা পাঠক ফোরাম গঠিত হয়েছে এবং এ যাবৎ ১৫৩৭ জন এ ফোরামের সদস্য হয়েছেন। আপনি বা আপনার প্রতিষ্ঠান নিম্নোক্ত ছক অনুযায়ী ন্যূনতম ২০০ টাকা প্রদান করে এ ফোরামের সদস্য হলে-

- আপনার নামে পত্রিকার সৌজন্য সংখ্যা নিয়মিত পাঠানো হবে;
- লক্ষ্মীপুর বার্তা’র বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচীতে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে;
- পাঠক ফোরাম সদস্যের নাম, ঠিকানা ও সদস্য নম্বর পত্রিকায় মুদ্রিত হবে;
- সদস্যের কোন ব্যক্তিগত বা অবাণিজ্যিক বিজ্ঞাপন সাধারণ বিজ্ঞাপন হারের ৫০% কম মূল্যে মুদ্রণের ব্যবস্থা রয়েছে;
- পত্রিকার একাধিক কপির ফরমায়েশকারীকে কুরিয়ার বা বিশেষ ডাকযোগে পত্রিকা পাঠানো হবে। একাধিক কপির মধ্যে ২ কপি প্রতিষ্ঠান-প্রধানের অফিস ও বাসার জন্য; অন্য কপি কনফারেন্স রুম বা ভিজিটরস্ রুমের জন্য বা অনুরূপ সুবিধানুযায়ী বরাদ্দ করা যেতে পারে।

জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্য ও গৌরব বর্ধনকারী এবং এতদাঞ্চলের উন্নয়নে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে লক্ষ্মীপুর বার্তা’র পাঠক ফোরামের সদস্য হয়ে আপনিও হতে পারেন আপনার জন্মস্থানের উন্নয়ন-সহযোগী।

পাঠক ফোরাম সদস্যের জন্য পত্রিকার মূল্য তালিকা

বছর ১ কপি ২ কপি ৩ কপি ৪ কপি ৫ কপি
২০০ টাকা ৩৭৫ টাকা ৫৫০ টাকা ৭২৫ টাকা ৯০০ টাকা
৩৭৫ ৭২৫ ১০৭৫ ১৪২৫ ১৭৭৫
৫৫০ ১১০০ ১৬২৫ ২১৫০ ২৬৭৫
৭২৫ ১৪৭৫ ২১৭৫ ২৮৭৫ ৩৫৭৫
৯০০ ১৮৫০ ২৭২৫ ৩৬০০ ৪৪৭৫