বৃহত্তর নোয়াখালীর তথ্যভিত্তিক একমাত্র নিয়মিত পত্রিকা লক্ষ্মীপুর বার্তা, যা সুদীর্ঘ ২২ বছর থেকে প্রকাশিত হয়ে আসছে। বৃহত্তর নোয়াখালীর অতীত ঐতিহ্য অনুসন্ধানের পাশাপাশি বর্তমানের জনজীবনকে শিক্ষা ও সভ্যতায় সজীব করে তোলা এবং সেই সঙ্গে এলাকার সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সেবামূলক কর্মকান্ডে প্রাণ সঞ্চার করা এ পত্রিকার মূল উপজীব্য বিষয়।
সম্মানীয় পাঠক ও শুভার্থীদের অনুরোধে ও উদ্যোগে লক্ষ্মীপুর বার্তা পাঠক ফোরাম গঠিত হয়েছে এবং এ যাবৎ ১৫৩৭ জন এ ফোরামের সদস্য হয়েছেন।
আপনি বা আপনার প্রতিষ্ঠান নিম্নোক্ত ছক অনুযায়ী ন্যূনতম ২০০ টাকা প্রদান করে এ ফোরামের সদস্য হলে-
- আপনার নামে পত্রিকার সৌজন্য সংখ্যা নিয়মিত পাঠানো হবে;
- লক্ষ্মীপুর বার্তা’র বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচীতে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে;
- পাঠক ফোরাম সদস্যের নাম, ঠিকানা ও সদস্য নম্বর পত্রিকায় মুদ্রিত হবে;
- সদস্যের কোন ব্যক্তিগত বা অবাণিজ্যিক বিজ্ঞাপন সাধারণ বিজ্ঞাপন হারের ৫০% কম মূল্যে মুদ্রণের ব্যবস্থা রয়েছে;
- পত্রিকার একাধিক কপির ফরমায়েশকারীকে কুরিয়ার বা বিশেষ ডাকযোগে পত্রিকা পাঠানো হবে। একাধিক কপির মধ্যে ২ কপি প্রতিষ্ঠান-প্রধানের অফিস ও বাসার জন্য; অন্য কপি কনফারেন্স রুম বা ভিজিটরস্ রুমের জন্য বা অনুরূপ সুবিধানুযায়ী বরাদ্দ করা যেতে পারে।
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্য ও গৌরব বর্ধনকারী এবং এতদাঞ্চলের উন্নয়নে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে লক্ষ্মীপুর বার্তা’র পাঠক ফোরামের সদস্য হয়ে আপনিও হতে পারেন আপনার জন্মস্থানের উন্নয়ন-সহযোগী।