Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
লক্ষ্মীপুরে মডেল থানা পুলিশের আলোচনা সভা ও আনন্দ উদযাপন  লক্ষ্মীপুরে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলের সংবাদ সম্মেলন  লক্ষ্মীপুর মডেল থানায় ওসি (তদন্ত) শিপন বড়ুয়ার যোগদান  ঘর মেরামতে ঢেউটিন উপহার পেলেন লক্ষ্মীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জসিম  রায়পুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুবুল আলম মিন্টু ও সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত 

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম এর পিকনিক ও ফ্যামিলি-ডে

পিকনিক ও ফ্যামিলি ডে উদযাপন করেছে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত লক্ষ্মীপুর জেলার সাংবাদিকদের সংগঠন লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম। আনন্দঘন পরিবেশে ১৭ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে পূর্বাচল সী-শেল পার্কে আয়োজিত ওই পিকনিকে লক্ষ্মীপুরের বিশিষ্টজনেরা যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ও লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের সংসদ সদস্য এমএ আউয়াল, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি ফরিদ আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক ও বিটিসিএল এর পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুল হায়দর চৌধুরী, বাসস’র সাবেক প্রধান বার্তা সম্পাদক গোলাম মহীউদ্দিন খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহিদ, সিনিয়র সাংবাদিক বখতিয়ার রানা, এনটিভি’র প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম, দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিজেম এর নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রথম আলো’র বার্তা সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক এটিএম ইসহাক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, বাংলাদেশ কোর্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর জেলা সমিতির প্রচার সম্পাদক খন্দকার নাজির আহমদ, নোয়াখালী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মশিউর রহমান রুবেল, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দুলাল ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান সাংবাদিক ফোরামের সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটনসহ ফোরামের নেতৃবৃন্দ। দিনভর অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন খেলাধূলা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেয়া হয়।