Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

রামগতিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ

লক্ষীপুরের রামগতিতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় পুনর্বাসনার্থে ভিক্ষুকদের মাঝে গরু এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলার আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় ওই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এ আর্থিক অনুদানের চেক ও গরু বিতরণ করেন ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শান্তু চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা ভাইস-চেয়ারম্যান রাহিদ হোসেন প্রমুখ।

এসময় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় পুনর্বাসনার্থে ১০ জন ভিক্ষুককে একটি করে গরু ও নগদ ২ হাজার ৫শ টাকা এবং নদী ভাঙ্গনে ৭০জন ক্ষতিগ্রস্তের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।