Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে ‘মানবাধিকার ব্যুরোর’ উদ্যোগে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী। সভাপতিত্ব করেন মানবাধিকার ব্যুরোর রায়পুর উপজেলা শাখার সভাপতি সাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবেরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার ব্যুরোর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম, হায়দরগঞ্জ টিআরএম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার, মডেল কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান, মেম্বার রোকন দেওয়ান প্রমুখ।
-তাবারক হোসেন আজাদ