Sun Mercury Venus Ve Ves
বিশেষ খবর
‘লক্ষী’ থেকে লক্ষীপুর, যার আরেক নাম সয়াল্যান্ড  লক্ষীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  ফেনী সেন্ট্রাল হাইস্কুল শিক্ষার্থী-শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ  আ’লীগ আবারও ভোট চুরির পরিকল্পনা করছে - লক্ষীপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবাস্বপ্ন দেখার কোনো কারণ নেই - লক্ষীপুরে মাহবুব উল আলম হানিফ 

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সংহতি দিবসে
অধিকার’র মানব বন্ধন ও আলোচনা সভা

নির্যাতিতদের সমর্থনে সারাবিশ্বের ন্যায় লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার লক্ষ্মীপুর এর আয়োজনে সম্প্রতি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধিকার’র লক্ষ্মীপুর এর সমন্বয়ক মাসুদুর রহমান খান ভুট্টুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর থিয়েটারের সাধারণ-সম্পাদক মাঈন উদ্দিন পাঠান, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুর এর চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ লক্ষ্মীপুর এর আহবায়ক শাহজাহান কামাল, লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, ব্রাক এর লক্ষ্মীপুর প্রতিনিধি ফারুক আহম্মেদ, নারী নেত্রী মিসেস মমতাজ বেগম, লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক লক্ষ্মীপুর কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এস এম আওলাদ হোসেন প্রমুখ। মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
-এসএম আওলাদ হোসেন